দেশের শীর্ষস্থানীয় আলেমে দ্বীন তাফসীরে উম্মুল কোরআন এর লেখক দৈনিক সিলেট বাণী'র সহ সম্পাদক ও নাগরিক বার্তা অন লাইন পোর্টাল এর সম্পাদক লেখক গবেষক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাই জেহাদীর উপর সন্ত্রাসী হামলার তিন সপ্তাহ পার হয়ে গেলেও এখনো হামলাকারী মূল আসামিদের কাউকে ধরতে পারেনি পুলিশ।.
উপরন্তু আইনের ফাঁক -ফোকর দিয়ে গুরুতর আহতদের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রেখেই জামিনে বেরিয়ে গেছেন অনেকেই। বেরিয়ে মাওলানা আব্দুল হাই জেহাদির পরিবারের উপর চাপ সৃষ্টি করছে মামলা উঠিয়ে নেয়ার জন্য এমনটি জানিয়েছেন মামলার বাদি আব্দুল হাই জিহাদি। .
হাওরে জাল দিয়ে মাছ ধরা কে কেন্দ্র করে হামলার ঘটনায় বিশ্বনাথ থানায় মামলা করেন হামলার শিকার জিহাদি। বিশ্বনাথ থানায় মামলা নং (৬/৯৬) (২২/০৭/২৩) এর এজাহারের বিবরণ থেকে জানা যায় পুর্ব পরিকল্পনা মোতাবেক মাওলানা আব্দুল হাই জেহাদির প্রাণ নাশের উদ্দেশ্যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ১৯ জূলাই সন্ধ্যায় পাশের বাড়ির বদরুল ও তার দুই ভাই তাজউদ্দীন ও হাবিব, খালাতো ভাই হাফিজুর, খালা দিলারা ও খালু সোনাফর আলী, মামাতো ভাই শাহিন ও আরেক খালাতো ভাই দেলোয়ার, আনু ও খালূ মখলিছ ও বদরুল এর স্ত্রী লাভলী গং আরো ৪/৫জন অতর্কিত ভাবে মাওলানা আব্দুল হাই জেহাদির ঘরে সংঘবদ্ধ ভাবে ইটপাটকেল নিক্ষেপ করে। একপর্যায়ে তার ঘরের বারান্দায় ঢুকে পড়ে। মাওলানা জেহাদি ঘর থেকে বেরুলে কিছু বুঝে উঠার আগেই তার উপর লোহার রড জি আই পাইপ, রামধা, বাশের লাঠি, কাঠের বর্গা ও বেউ দিয়ে পিটিয়ে উপর্যুপরি হামলা চালায়। রক্তাক্ত যখম করে ঘরের মেঝেতে ফেলে দেয় হামলাকারীরা। .
এতে পরিবারের অন্যান্য সদস্য সহ মারাত্মক আহত হন মাওলানা আব্দুল হাই জিহাদি। .
এসময় পাশের রুম থেকে তার স্ত্রী তাকে বাঁচানোর জন্য এগিয়ে এলে বায়োবৃদ্ধ মহিলা কে পৈচাশিক কায়দায় পিঠিয়ে হাত ভেঙে ও মাথা ফাটিয়ে রক্তাক্ত জখম করে ফেলে যায় তারা।.
হামলায় আহত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন জিহাদি। বর্তমানে সিলেট মেট্রো মিডিকেয়ার ক্লিনিকে চিকিৎসাধীন আছেন। গতকাল তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে। .
হামলার ঘটনায় তিন সপ্তাহ পার হয়ে গেলেও পুলিশ কোন আসামিদের ধরতে পারে নি। অবশ্য ঘটনায় পরই পুলিশ কান্দিগ্রামের ঘটনাস্থল পরিদর্শন করে। থানার ওসি সহ হাসপাতালে এসে মাওলানা আব্দুল হাই জেহাদী ও তার স্ত্রীর খোঁজ খবর নেন বিভিন্ন মহলের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। অদৃশ্য কারণে মামলার অন্যান্য আসামিদের গ্রেফতার করেছে না পুলিশ প্রশাসন এমনটাই দাবি করেছেন বাদি জিহাদি। এবং তিনি উদ্বেগ প্রকাশ করেন।. .
ডে-নাইট-নিউজ / বিশ্বনাথ প্রতিনিধিঃ
আপনার মতামত লিখুন: